পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
সুনামগঞ্জ জেলার পূর্ব-পশ্চিমে কংস নদীর তীরে গড়ে ওঠা এক ছোট্ট উপজেলা শহর ধর্মপাশা। খাল-বিল-ঝিল-হাওর বিধৌত এই অঞ্চলে বাউল, সাধক, কবি, সাহিত্যিক, অসংখ্য গুণীজন জন্ম নিয়েছেন। কালের ইতিহাস হয়ে যদিও এই হাওরাঞ্চলকে শিল্প-সাহিত্যের মাতৃস্থান বলে আখ্যায়িত করা হয়। এখানে আলো, বাতাস, জল, মাটি ও প্রকৃতিই হচ্ছে শিল্পের উপকরণ। প্রতিটা উপকরণে গান, গল্প, কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ কালজয়ী হয়ে আছে জাতীয় পাঠ্যপুস্তক থেকে সর্বজন মুখে মুখে। কিন্তু এই সৃষ্টিকর্মকে তুলে ধরে শিল্প-সাহিত্য চর্চা কেন্দ্র ও ঐতিহ্য সংগ্রহশালা আজও ধর্মপাশার বুকে গড়ে ওঠেনি। কিন্তু কালের গর্ভে আজ হাজার বছরের সব ইতিহাসের ঐতিহ্য হারাতে বসেছে। এই শিল্প-সাহিত্যকে বাঁচিয়ে রাখার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। অচিরেই সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ঐতিহ্য সংগ্রহশালা স্থাপনের উদ্যাগ নেওয়া হোক শিল্প সম্ভাবনা ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার স্বার্থে। হাওরের বুকে ভেসে আসা গান নিয়ে এ অঞ্চলের মানুষের জন্মলগ্ন থেকে এই সখ্য অন্তরে লালন করে আসছে ভাটির মহান পুরুষরা। অতি শিগগিরই ধর্মপাশার বুকে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ও ঐতিহ্য সংগ্রহশালা নির্মাণ করে শিল্প-সাহিত্যকে বাঁচিয়ে রাখুন।
ধর্মপাশা, সুনামগঞ্জ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।