বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালী শহরের বনানী এলাকায় যুবদল ও ছাত্রদলের তিন নেতাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। আহতরা হলেন পটুয়াখালী সদর থানা যুবদলের আহবায়ক রিমু, সদর থানা ছাত্রদলের আহবায়ক মোঃ জাকারিয়া, জেলা ছাত্রদলের সদস্য মোঃ মাছুম। আহত তিনজনকে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের অভিযোগ অস্বীকার করছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির হাসান আরিপ।
আহত সদর থানা যুবদলের আহবায়ক রিমু জানান, রাত সাড়ে ১০টার দিকে বনানী এলাকার আমাদের দলীয় কার্যালয়ের পাশেই চায়ের দোকানে আড্ডা দিছিলাম। এ সময় কিছু বুজে ওঠার আগেই আচমকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিপের নেতৃত্বে ১০/১৫জনের একটি সন্ত্রাসী দল আমাদের উপর হামলা চালায়। লাঠি হকিষ্টিক দিয়ে এলোপাতারি আমাদের উপর হামলা চালিয়ে বীরদর্পে জয়বাংলা শ্লোগান দিয়ে চলে যায়।
তবে এ অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির হাসান আরিপ জানান, ছাত্রলীগের কোন নেতাকর্মী কোন হামলার সাথে জড়িত না। যদি হামলা বা আহত হয়ে থাকে তবে তা তাদের অভ্যন্তরীন কোন্দলের কারণেই হতে পারে। আমরা এ ঘটনার সাথে জড়িত না।
জানতে চাইলে সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, লোকমুখে ঘটনা শুনছি তবে কে বা কারা আহত হয়েছে তা জানার জন্য হাসপাতালে লোক পাঠানো হয়েছে। আমরাও শহরে আছি মুভমেন্ট করতেছি। দেখতেছি সেখানে কি হয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।