পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তার স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে তিনি জানান, আজ বিকাল ৩টার পর বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেওয়া হবে।
অধ্যাপক ডা. এজেডএম জাহিদ বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শে নিয়মিত চেকআপের অংশ হিসেবে ম্যাডামকে (খালেদা জিয়া) আজ হাসপাতালে নেওয়া হবে।
গত বছরের ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়া। ডিকমপেনসেটেড লিভার ডিজিজসহ নানা রোগের চিকিৎসা চলছে তার।
সাবেক এই প্রধানমন্ত্রী গত বছর হৃদরোগে আক্রান্ত হন এবং তার হার্টে একটি স্টেন্ট স্থাপন করা হয়। তার হিমোগ্লোবিনের মাত্রা কম, ডায়াবেটিস এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগ রয়েছে। তার আথ্রাইটিসও রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।