রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাদারীপুরে গণ ডাকাতিকালে ডাকাত মাহবুব মিয়া (৩৫) নামের এক ডাকাত দলের সদস্যকে আটক করেছে গ্রামবাসী। এ সময় গুরুতর আহত হয়েছে ছয়জন। গত রোববার দিবাগত রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার উল্লাহবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সুধাংশু ঘরামির ঘরে ১০-১২ জনের এক ডাকাত দলের সদস্য প্রবেশ করেন ও তাদের মার পিট করে স্বর্ণ লংকার টাকা লুট করতে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় সুধাংশু ডাকাত ডাকাত বলেলে চিৎকার করলে আশপাশের লোক ছুটে আসে।
এসময় ডাকাতরা গ্রাম বাসির উপর হামলা চলায় এতে গুরুতর আহত হয় সজীব ঘরামী, সুধাংশু ঘরামী, শাওন, জ্ঞানেন্দ্র নাথ তাদেরকে চিকিৎসার জন্য রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ডাকাত দলের এক সদস্য মাহাবুবকে আটক করে গ্রামবাসী।
ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়। ডাকাত মাহবুব এখন রাজৈর হাসপাতালে চিৎিসাধিন রয়েছে। রাজৈর থানার ওসি মো. জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।