Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন নিষেধাজ্ঞা ভেঙে ইরান থেকে তেল কিনবে রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ৪:০৩ পিএম

ইরানের ওপর ট্রাম্প প্রশাসনের আরোপিত নতুন নিষেধাজ্ঞাকে মোকাবেলা করতে দেশটিকে সব ধরনের সহযোগিতা করবে মস্কো। এ তথ্য জানিয়ে রাশিয়ার জ্বালানি মন্ত্রী আলেকজান্ডার নোভাক বলছেন, ‘মার্কিন সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ইরানের কাছ থেকে তেল কিনবে মস্কো।’
শুক্রবার (২ নভেম্বর) ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার এ জ্বালানি মন্ত্রী আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি আমাদের এমন উপায় বের করা উচিত যা ইরানসহ অন্য মিত্রদের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে সাহায্য করবে।’
সূত্র জানায়, আগামী সোমবার (৫ নভেম্বর) থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকার দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা আরোপ করবে বলে ঘোষণা দিয়েছে।
এ দিকে যুক্তরাষ্ট্রের দাবি, ‘এ নিষেধাজ্ঞা আরোপের কারণে আন্তর্জাতিক বাজারে ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নেমে আসবে।’ সে ক্ষেত্রে ইরানকে কোনো ধরনের সহযোগিতা করার বিষয়ে রাশিয়াকে হুঁশিয়ার করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে ইরান থেকে তেল আমদানির বিষয়ে মার্কিন সরকারের এ হুঁশিয়ারি সম্পর্কে রাশিয়ার কোনো উদ্বেগ নেই বলে আলেকজান্ডার নোভাক উল্লেখ করেন, ‘আমরা এরইমধ্যে নিষেধাজ্ঞার আওতায় আছি। জাতিসংঘের অনুমোদন ছাড়া একতরফা কোনো নিষেধাজ্ঞাকে আমরা কখনোই স্বীকৃতি দেই না। আমরা মনে করি এসব পদক্ষেপ পুরোপুরি অবৈধ।’
রাশিয়ার এ জ্বালানি মন্ত্রী আরও বলছেন, ‘ইরানের সঙ্গে ‘পণ্যের বিনিময়ে তেল’ কর্মসূচির আওতায় আমরা বাণিজ্য সম্পর্ক আরও বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখব। মার্কিন নিষেধাজ্ঞার আগে ২০১৪ সালে ইরান ও রাশিয়ার মধ্যে এ চুক্তি সই হয়েছিল। চুক্তির আওতায় পণ্য ও যন্ত্রপাতির বিনিময়ে ইরান থেকে তেল নিয়ে থাকে রাশিয়া।’
উল্লেখ্য, ইরান থেকে বর্তমানে যেসব দেশ জ্বালানি তেল আমদানি করছে তাদের প্রায় সবাইকে এ নিষেধাজ্ঞার বাইরে রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির কর্মকর্তাদের দাবি, ‘ইরানের কাছ থেকে তেল আমদানি করে এমন আটটি দেশকে আমরা ছাড় দেব।’ মূলত সেই তালিকায়- ভারত, জাপান, চীন এবং দক্ষিণ কোরিয়াও রয়েছে। সূত্র: আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ