Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসামে পাঁচ বাংলাভাষী হত্যার প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

আসামে জঙ্গি সংগঠনের হাতে পাঁচ বাংলাভাষীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করেছে তৃণমূল কংগ্রেস। দলের নেতাদের পথে নামার নির্দেশ দেন দলনেত্রী। সেই মতো গতকাল শুক্রবার রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল হল। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কলকাতা এবং শিলিগুড়িতে কেন্দ্রীয় মিছিল হবে। সেই মতো পথে নামল তৃণমূল। কলকাতার মিছিলে নেতৃত্বে সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া জলপাইগুড়ি থেকে শুরু করে কোচবিহারেও মিছিল হয়। যাদবপুরে মুখে কালো কাপড় বেঁধে মিছিল হয়।
আসামে বাংলাভাষী খুনের প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন এই ঘটনার কারণ কি এনআরসি? সম্প্রতি আসামে নাগরিক তালিকার চূড়ান্ত খসড়া প্রকাশিত হয়। সেখানে দেখা যায় বহু বাংলাভাষীর নাম বাদ পড়েছে। সেই প্রসঙ্গই টেনে আনেন মমতা। খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই টুইট করেন তৃণমূল সুপ্রিমো। সেখানে তিনি লেখেন আসাম থেকে ভয়াবহ খবর পাওয়া যাচ্ছে। দুঃখ প্রকাশের ভাষা নেই। এই ঘটনা কি এনআরসি-র ফলশ্রুতিতে ঘটেছে? অপরাধীদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে হবে।
এদিকে ওই ঘটনার পর থেকে অপরাধীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে জঙ্গিরা। পাশাপাশি স্থানীয়রাও পুলিশকে ঘটনার বিবরণ দিয়েছেন। সূত্র : এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ