Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুলাউড়ায় বাঘের আক্রমণে শিক্ষকের মৃত্যু

কুলাউড়া উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

কুলাউড়া উপজেলার বরমচাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান চৌধুরী রানু মিয়া বাঘের আক্রমনে গুরুতর আহত হয়ে ২১দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত বুধবার সন্ধ্যায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে মৃত্যু হয়েছে। আক্রমনকারী বাঘকে এলাকাবাসী মেরে ফেললেও তার সঙ্গী আরেকটি বাঘ লোকালয়ে অবস্থান করায় বর্তমানে স্থানীয় এলাকার লোকজনের মধ্যে বাঘ আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, গত মাসের ১০ অক্টোবর উপজেলার বরমচাল ইউনিয়নের রফিনগর গ্রামের মৃত আব্দুল মতলিব চৌধুরীর ছেলে স্কুলশিক্ষক আব্দুর রহমান চৌধুরী তাদের পঞ্চায়েতি মসজিদে এশার নামাজ আদায় করে রাতে বাড়ি ফেরার পথে পথিমধ্যে নেকড়ে বাঘের আক্রমনের শিকার হন। বাঘ তার মুখ মন্ডলে আঘাত করে। সাথে সাথে স্থানীয় লোকজন তাকে সিলেটের ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ২১ দিন চিকিৎসারত অবস্থায় বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

বরমচাল ইউনিয়নের মেম্বার ফখরুল ইসলাম বাঘের আক্রমনে রানু মাস্টারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবার পোস্টমর্টেম ছাড়াই প্রশাসনের অনুমতি নিয়ে লাশ দাফন করেছেন। তিনি আরো বলেন, বাঘটিকে এলাকাবাসী পিঠিয়ে মেরে ফেলেছেন। তবে আরো একটি নেকড়ে বাঘ এলাকায় ঘুরাঘুরি করছে বলে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়েছেন। এনিয়ে এলাকায় বাঘ আতঙ্ক বিরাজ করছে। এব্যাপারে বন বিভাগের বরমচাল বিট অফিসার আহমদ আলী জানান, বরমচালের পাহাড়ে নেকড়ে বাঘের বিচরণ আছে। নেকড়ে বাঘ মানুষকে একা পেলে আক্রমন চালাতে পারে। সতর্ক হয়ে চলাফেরার জন্য স্থানীয় বাসিন্দাদের পরামর্শ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ