Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে জাতীয় যুব দিবস পালন

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৮, ১২:০৭ এএম


‘জেগেছে যুব গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নাটোরে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে এ দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের মাদরাসা মোড় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি গণগ্রন্থাগার হলরুমে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
আলোচনা সভায় নাটোর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নওশাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী, অবসরপ্রাপ্ত শিক্ষক অলোক মিত্র, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর ও যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের সনদ গ্রহণকারী শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ৬৩ জন শিক্ষার্থীকে ২৫ লাখ ৫০ হাজার টাকার চেক ও ৪০ জন শিক্ষার্থীকে সনদ দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিবস

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ