রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
‘জেগেছে যুব গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নাটোরে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে এ দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের মাদরাসা মোড় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি গণগ্রন্থাগার হলরুমে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
আলোচনা সভায় নাটোর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নওশাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী, অবসরপ্রাপ্ত শিক্ষক অলোক মিত্র, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর ও যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের সনদ গ্রহণকারী শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ৬৩ জন শিক্ষার্থীকে ২৫ লাখ ৫০ হাজার টাকার চেক ও ৪০ জন শিক্ষার্থীকে সনদ দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।