Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রায়গঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রাজশ্রমিকের মৃত্যু

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৮, ১২:০৮ এএম

বুধবার রাতে রায়গঞ্জের পল্লীতে বহুতল এক বাড়ির ছাদে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে এক রাজ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রাজ শ্রমিক ফরহাদ হোসেন (২২) উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা গ্রামের দরিদ্র কৃষক শরিফুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনেরা জানায়- বুধবার সন্ধ্যায় চান্দাইকোনা আকন্দ পাড়ায় চাতাল ব্যবসায়ী জাহিদুল ইসলাম আকন্দের বাড়ির ছাদে কাজ করার সময় অসাবধানতা বশত ছাদের সন্নিকটে বিদ্যুতের সরবরাহ লাইনের সাথে ফরহাদ হোসেন আটকে যায়। পরে তার টিমের সঙ্গী ও পার্শ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদ্য বিবাহিত ঐ যুবকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান ঘটনাটি শুনেছেন বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ