বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর খুলশী থানার ঝাউতলা স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী শাটল ট্রেনে কাটা পড়ে মো. রাকিব হোসেন (১৮) নামে এ যুবকের মৃত্যু হয়েছে। গতকাল (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মোস্তাফিজ ভুঁইয়া জানান, নিহত মো. রাকিব হোসেন ফেনী জেলার ছাগলনাইয়া দক্ষিণ মুঞ্জা এলাকার মো. জাফর আহমদের ছেলে। তিনি নাসিরাবাদ পলিটেকনিক সংলগ্ন রূপসী হাউজিং এলাকায় থাকতেন। রাকিব হোসেন মুদি দোকোনের কর্মচারী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হেঁটে গান শুনছিলেন মো. রাকিব হোসেন। উচ্চ শব্দে গান চলায় ট্রেনের হুইসেল শুনতে পাননি। এক পর্যায়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।