Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনাগগ ক্ষতিগ্রস্তদের সহায়তায় মার্কিন মুসলিমদের উদ্যোগ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

মহানুভবতার আরেক নজির স্থাপন করলো যুক্তরাষ্ট্রের মুসলিমরা। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গের ইহুদি উপাসনালয়ে (সিনাগগ) অস্ত্রধারী সন্ত্রাসী হামলায় নিহত ও আহতদের জন্য তহবিল সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে দেশটির মুসলিম নাগরিকরা। উদ্যোগটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে। ‘লঞ্চগুড’ নামের একটি তহবিল সংগ্রহ বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে এই উদ্যোগ নেয়া হয়েছে। উদ্যোগটির উদ্দেশ্য- সংগৃহীত অর্থ নিয়ে হতাহতদের পাশে দাঁড়ানো। প্রচারণাকারীরা তাদের উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, ‘আহতদের সেবা ও নিহতের স্বজনদের পাশে দাড়ানো’। ‘সেলিব্রেটমারসি’ নামের একটি বেসরকারি সংগঠন দেশটিতে অনেকদিন ধরে কাজ করছে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর জীবন ও কর্ম সম্পর্কে মানুষকে জানানোর বিষয়ে। এই সংগঠনটির প্রতিষ্ঠাতা ও খ্যাতিমান বক্তা তারেক আল মেসিদি মূলত এই তহবিল সংগ্রহের উদ্যোক্তা। ‘লাঞ্চগুড’ ওয়েবসাইট সূত্রে জানা গেছে, উদ্যোক্তাদের লক্ষ্য ছিলো অন্তত ২৫ হাজার মার্কিন ডলার সংগ্রহ করা, কিন্তু উদ্যোগটি নেয়ার পর প্রথম ছয় ঘণ্টায়ই সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। মুসলিম নাগরিকদের এই ব্যাপক সাড়ার প্রেক্ষিতে উদ্যোক্তারা তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫০ হাজার ডলারে উন্নীত করেছে। শুরুর পর থেকে মোট ১০দিন চলবে এই তহবিল সংগ্রহ। অবশ্যই রোববারের মধ্যেই ৪৩ হাজার ডলার সংগৃহীত হয়েছে। তাই আগামী ১০ দিনে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি তহবিল সংগৃহীত হবে বলে আশা করছেন উদ্যোক্তারা। এছাড়া ওয়াশিংটন ডিসিতে বসবাসরত এক ইরানি-মার্কিন মুসলিম ব্যক্তির উদ্যোগে এই ঘটনায় আরেকটি তহবিল সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। ‘গোফান্ডমি’ নামের এই উদ্যোগটির প্রধান শাই খাতিরি। উদ্যোক্তার পক্ষ থেকে জানানো হয়েছে, হতাহতদের পাশে দাড়ানোর জন্যই তিনি এই উদ্যোগটি নিয়েছেন। আল-জাজিরা, এএফপি।



 

Show all comments
  • ৩০ অক্টোবর, ২০১৮, ১১:৫০ এএম says : 0
    That is our respensibility
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলিম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ