Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ভোলায় অর্থনৈতিক অঞ্চল হওয়ার অপার সম্ভাবনা রয়েছে’

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৮, ৭:১৭ পিএম

ভোলায় অর্থনৈতিক অঞ্চল হওয়ার অপার সম্ভাবনা রয়েছে বলে জানান বরিশাল বিভাগীয় কমিশনার। ভোলা জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধী জনদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। রবিবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় (অতিরিক্ত সচিব) কমিশনার রাম চন্দ্র দাস।

এ সময় তিনি বলেন, এই জেলার গ্যাস ও বিদ্যুৎকে কাজে লাগিয়ে অর্থনৈতিক অঞ্চল হওয়ার অপার সম্ভাবনা রয়েছে। এখানে রয়েছে রুপালি ইলিশের ভান্ডার। পাশাপাশি রয়েছে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা। তাই ভোলা হবে বাংলাদেশের সিঙ্গাপুর সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।'

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মৃধা. মো. মোজাহিদুল ইসলাম, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়া, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীলসহ আরও অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোলা

২ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ