Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিল্লিতে হত্যা করা হলো মাদ্রাসা শিক্ষার্থী শিশুকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

ভারতের রাজধানী দিল্লিতে আসিম নামে ৮ বছরের এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় যুবকরা। দক্ষিণ দিল্লির মালভিয়া নগর এলাকার দারুল উলুম ফরিদিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার মাদ্রাসার কয়েকজন শিশু-কিশোর ছাত্র মিলে পাশের মাঠে খেলাধুলা করছিল। তখন স্থানীয় কয়েকজন যুবক এসে তাদের ওপর হামলা করে। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে, হামলার শিকার ছাত্ররা মাদ্রাসার ভেতরে দৌড়ে চলে যায়। তবে আসিম হামলাকারীদের হাতে আটকা পড়লে তাকে ধরে মোটরসাইকেলের সঙ্গে তার মাথা ঠোকাতে থাকে। এতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আসিম। তখন হামলাকারীরা পালিয়ে যায়। কিছুক্ষণ পর মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মাদ্রাসার শিক্ষক আলী জোহর জানান, আসিম হিফজ বিভাগে পড়তো এবং খুবই মেধাবী ছাত্র ছিল। তাদের মাদ্রাসা এবং একটি মসজিদ মিলে যে জায়গাটি রয়েছে সেটি স্থানীয় কিছু লোক দখলের জন্য বহুদিন ধরে পায়তারা করছে। মাঝে মাঝে কিছু যুবক মাদ্রাসার উঠানে এসে জুয়া খেলে। কখনো মদের বোতল ছুঁড়ে মারে। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, কোনো কুচক্রী মহল যুবকদেরকে উস্কিয়ে দিয়ে মাদ্রাসাকে কেন্দ্র করে বিবাদ তৈরির মাধ্যমে এটা দখল করতে চায়। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এবং ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন। তিনি পুলিশ ও দিল্লির গভর্নরকে ঘটনার নিরপেক্ষ তদন্ত করার অনুরোধ করেছেন। হামলায় জড়িত ৪ জনকে আটক করে সংশোধনী কেন্দ্রে নেয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানায়। এনডিটিভি।



 

Show all comments
  • নাসির ২৮ অক্টোবর, ২০১৮, ৩:৪৭ এএম says : 0
    অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হোক
    Total Reply(0) Reply
  • Nannu chowhan ২৮ অক্টোবর, ২০১৮, ৮:৩০ এএম says : 0
    Indian hindubadi shongghotonguli eakhon duniar shob chaite borbor nirmom shorkari mododpushto jongi shongghoton,eder biroddhe UNITED nation keno kono ayn pash kore na?
    Total Reply(0) Reply
  • jack Ali ২৮ অক্টোবর, ২০১৮, ১:৪৮ পিএম says : 0
    এদের বিচার চাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ