Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইনজীবী ছেলের ধাক্কায় বাবার মৃত্যু

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৮, ৩:০২ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে ওসমান আলী প্রামাণিক (৭০) নামে এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ ওঠেছে। আজ শুক্রবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় ঝগড়া লাগলে বাবাকে ধাক্কা দেন আইন বিষয়ে পড়াশোনা শেষে সিরাজগঞ্জ কোর্টে প্র্যাকটিস করা ছেলে ফারুক হোসেন। এতে লাঠির উপর পড়ে গুরুতর আহত হন বাবা ওসমান আলী প্রামাণিক। ঘটনার পর থেকে ছেলে ফারুক হোসেন পলাতক রয়েছেন।

এ বিষয়ে মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল জানান, ওসমান আলীর একমাত্র ছেলে ফারুক আইন বিষয়ে পড়াশোনা শেষে সিরাজগঞ্জ কোর্টে প্র্যাকটিস করছেন। বাড়িতে আসলে প্রায়ই বাবা-ছেলের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হতো। এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ছেলে ফারুক হোসেন বাবাকে সজোরে ধাক্কা দিলে পড়ে গিয়ে লাঠির সাথে মাথায় আঘাত পান। গুরুত্বর অবস্থায় প্রথমে তাড়াশ পরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে ওসমান আলী মারা যান।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ আসেনি। তবে লোকমুখে ঘটনা শুনে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ