Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রশান্ত মহাসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১২:০৫ এএম

মার্কিন প্রতিরক্ষা বিভাগ নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। আগামী মাসে প্রশান্ত মহাসাগরে চলবে এই পরীক্ষা। পেন্টাগন কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন নিউজ চ্যানেল সিএনএন এ খবর দিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, উত্তর কোরিয়া থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করার সক্ষমতা যাচাইয়ের জন্যে এই পরীক্ষা চালানো হবে। মার্কিন সামগ্রিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হবে। মার্কিন এক কর্মকর্তা বলেন, অনুশীলন চলাকালে যুদ্ধজাহাজ থেকে মার্কিন প্রমিত ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ ছোঁড়া হবে। এখনও পর্যন্ত একবারই মাত্র এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে বলেও জানান তিনি। নতুন ক্ষেপণাস্ত্রে মানোন্নত ওয়ারহেড এবং বুস্টার বসানো হয়েছে। এতে ছুটে আসা ক্ষেপণাস্ত্রকে মধ্য আকাশে আঘাত হানার সম্ভাবনা বাড়বে। এ ছাড়া, নতুন ক্ষেপণাস্ত্রের পাল্লাও বাড়বে বলে আশা করা হচ্ছে। জাপানের সঙ্গে যৌথভাবে প্রমিত ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে এটি ব্যবহার করা হবে। পাশাপাশি, পৃথিবীর নিম্নকক্ষের কৃত্রিম উপগ্রহে আঘাত হানার সক্ষমতাও এর আছে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্ষেপণাস্ত্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ