বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শিলমুড়ী (উ.) ইউনিয়নের দীঘলগাঁও গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাতে চোর সন্দেহে গণপিটুনিতে জামাল হোসেন (৫০) নামে একজনের মৃত্যু হয়।
জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে দীঘলগাঁও গ্রামে উত্তরপাড়ায় কয়েকটি ঘরের সিঁদ কেটে চুরি করার সময় বাড়ীর মানুষ টের পেলে তাদের চিৎকারে চোরেরা পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের মধ্যে জামাল হোসেন নামে একজনকে আটক করে এলাকাবাসী গণপিটুনি দেয়। পরে শিলমুড়ী ইউনিয়নের চেয়ারম্যান আবু এসহাক খবর পেলে ইউনিয়নের চকিদার অলিউল্লাহকে দিয়ে জামাল হোসেনকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। হাসপাতাল সূত্রে জানা যায়, চকিদার আহত অবস্থায় সকাল ৮টায় হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে তাকে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে বরুড়া থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে। এ ব্যাপারে বরুড়া থানায় অজ্ঞাতনামা আসামী দিয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়। জানা যায়, সে বরুড়া উপজেলার মুগুজী গ্রামের আম্বর আলীর ছেলে। জামাল হোসেন কুমিল্লা কোটবাড়ী এলাকায় দীর্ঘদিন যাবত তরকারির ব্যবসা করত। বিভিন্ন সূত্রে জানা যায়, জামাল হোসেনের বিরুদ্ধে চুরি ও ডাকাতির অভিযোগ রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।