Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিত্র কুর্দি বাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

সিরিয়ায় কুর্দি বাহিনীর ওপর মার্কিন জোটের বিমান হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছেন। বুধবারের এ হামলায় আহত হয়েছেন ১৫জন। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা আরটি জানায়, আইএস স্থাপনা লক্ষ্য করে এফ-১৫ জঙ্গিবিমান দিয়ে দুই দফা হামলা চালায় মার্কিন বাহিনী। কিন্তু তাদের হামলা লক্ষ্যভ্রষ্ট হলে কুর্দি বাহিনীর সদস্যরা নিহত হন বলে দাবি করা হয়েছে। তবে কুর্দি বাহিনীর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এ দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। তাদের দাবি, ইচ্ছাকৃতভাবেই কুর্দি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোট শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে কুর্দি বাহিনীকে। আরটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ