রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাঁদাবাজাদের ছুরিকাঘাতে গুরুতর আহত শাহজান আলী ও জাহাঙ্গীর নামে দুইজন ব্যক্তি এখন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সংগে পাঞ্জা লড়ছে। আহত অপর ব্যক্তি সাইদুর স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত ৮ অক্টোবর রাতে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের জেমজুট এলাকায় এ সন্ত্রাসী ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা করা হলেও আদালত থেকে তারা জামিন নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলার বিবরণে জানা য়ায় গত ৮ অক্টোবর পঞ্চগড় জেলার বোদা উপজেলার জেমজুট এলাকার শাজাহান আলীর কীটনাশকের দোকানে হাচেন আলী ও লিটনসহ সন্ত্রাসীরা চাঁদা দাবি করে। এসময় চাঁদা দিতে অস্বীকার করলে শাহজাহান ও তার ভাই জাহাঙ্গীরসহ ভাগিনা সাইদুরকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। তারা লোহার রড,দা,বল্লম, ছোড়া ইত্যাদি নিয়ে তাদের উপর আতর্কিতভাবে হামলা করে। ছুরিকাঘাতে শাহজাহান মাটিয়ে লুটিয়ে পড়লে তার প্যান্টের পকেটে থাকা বিকাশ ও ডাচ বাংলা ব্যাংক এজেন্টের ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তারা শাজাহানের দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে প্রায় ৫৫ হাজার টাকা নিয়ে যায়। ভাইকে জাহাঙ্গীর বাঁচাতে আসলে সন্ত্রাসীরা ছোড়া দিয়ে তার কোপ দেয়। এতে প্রচুর রক্ত ক্ষরণ শুরু হয়। তার ভাগিনা সাইদুর এগিয়ে আসলে তাকেও ছুরি দিয়ে আঘাত করতে থাকলে তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। তাদের অবস্থার অবনতি ঘটলে শাহজাহান ও জাহাঙ্গীরকে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।