বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপি ঐক্যজোট করেছে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসার জন্য বলে মন্তব্য করেছেন ঢাকা ১০ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। মঙ্গলবার দুপুরে সাভারের হেমায়েতপুরে হরিণধরা এলাকায় বিসিক শিল্প নগরী ট্যানারিতে ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে আসবে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আমরা বিএনপিকে ছাড়া ফাঁকা মাঠে নির্বাচনের গোল দিতে চাইনা, তাই সবাই নির্বাচনে আসবে। জনগণ যাদেরকে ভোট দিবে তারাই সরকার গঠন করবে। ২০১৮ সালে বিএনপি নির্বাচনে না এসে যে ভুল করেছিলো সেই ভুল আর তারা করবে না। নির্বাচন উপলক্ষে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা যেকোন আন্দোলন অথবা হরতাল দিলে দেশের মানুষ তাদেরকে প্রতিহত করবে।
সুদুর প্রসারী একটি পরিকল্পনা নিয়ে সাভার চামড়া শিল্প নগরীর রাস্তাগুলো খুব দ্রæত সংস্কারের জন্য বিসিকের প্রতি অনুরোধ জানিয়ে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, রাস্তাগুলো শুধু মেরামত করলেই হবেনা কারন এখানে অনেক বড় বড় লড়ি ও কাভার্ড ভ্যান চলাচল করে এ কারনে রাস্তা নষ্ট হয়ে যায়। এগুলো যেন দীর্ঘস্থায়ী হয় সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। ট্যানারী নিয়ে যে মাষ্টার প্লান আছে তার পূর্ন বাস্তবায়ন করতে হবে। তাহলেই সরকারের আধুনিক শিল্প নগরীর পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন হবে।
আয়োজিত সমাবেশে ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শ্রমিক নেতা সহিদুল্লাহ চৌধুরী, সাধারন সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের মহাসচিব জেড এম কামরুল আনাম, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস্ এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশনের চেয়ারম্যান মহিউদ্দিন মাহিনসহ বিভিন্ন ট্যানারীর মালিক ও চামড়া শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।