মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তাইওয়ানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের না করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে আবারও হুঁশিয়ারি দিয়েছে চীন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাংগ বলেছেন, তাইওয়ান হচ্ছে চীনের অবিচ্ছেদ্য অংশ। যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের সঙ্গে রাষ্ট্রীয় ও সামরিক যোগাযোগ বন্ধ করতে হবে। তিনি আরও বলেছেন, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রিও বন্ধ করতে হবে। শুধু তাইওয়ান নয় চীনের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় এমন দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ মেনে নেয়া হবে না।
যুক্তরাষ্ট্র বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে চীনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এর আগে ওয়াশিংটন অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে চীন। তবে চীন এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
এর আগে চীর বহুবার ঘোষণা করেছে, তাইওয়ান হচ্ছে দেশটির অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ানের স্বাধীনতা কখনোই মেনে নেয়া হবে না। স্বাধীনতা ঘোষণা করলে তাইওয়ানকে সামরিক উপায়ে জবাব দেয়া হবে। সূত্র: পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।