Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০১৮ উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসস্থ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে গতকাল বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সামছুল হক ও অন্যান্য অতিথিবৃন্দ বেলুন উড়িযে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বর্ণাঢ্য র‌্যালীতে অংশগ্রহণ করেন।
আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘পরিবর্তনশীল বিশ্বে তরুণদের মানসিক স্বাস্থ্য’। প্রতিপাদ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ও উপদেষ্টা মনোরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল মো. আজিজুল ইসলাম। তিনি পরিবর্তনশীল বিশ্বে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব ও তরুণদের মনের উপর বৈশ্বিক পরিবর্তনের যে প্রভাব পড়ছে সে বিষয়ে আলোকপাত করেন। আধুনিক বিশ্বে তরুণদের মাঝে মাদকাসক্তি, ফেসবুক এডিকশন, ইন্টারনেট এডিকশন, বিষন্নতা, উদ্বেগ, সাইবার ক্রাইম, বুলিং ইত্যাদি প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি তথ্য প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহারের কুফল এবং এর প্রতিরোধ ও প্রতিকারের ব্যাপারে বিশদ বক্তব্য প্রদান করেন। তিনি আরও বলেন, প্রতি ৫ জন তরুণের মধ্যে ১ জন মানসিক রোগে ভুগছে।
প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সামছুল হক বলেন, আমাদের সমাজে মানসিক রোগ বিষয়ে বিভিন্ন ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। তিনি বলেন, এসব কুসংস্কার দূর করতে মানসিক স্বাস্থ্য শিক্ষার কোন বিকল্প নেই। তিনি মানসিক স্বাস্থ্য বিষয়ে এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানান এবং সেনাবাহিনীতে ভবিষ্যতেও এরূপ কর্মসূচী পালনের জন্য সকলকে উৎসাহিত করেন। অনুষ্ঠানের সভাপতি সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মুন্সী মোহাঃ মুজিবুর রহমান তার বক্তব্যে বলেন মানসিক সুস্থতা ছাড়া কোন সুস্থতা সম্ভব নয়। এএফএমসির ডেপুটি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিবস

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ