Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিচিতি পরিবর্তনে মুসলিম ঐতিহ্য হারাচ্ছে

মধ্যযুগের পুরো মুসলিম শাসনকেই ভারতের ইতিহাস থেকে মুছে ফেলতে চায়

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৮, ১২:০৫ এএম

নাম পরিবর্তন আসলে ভারতকে হিন্দুকরণের লক্ষ্যে পরিচালিত একটি ধারা। এর মাধ্যমে কেবল মুসলমানদের মনেই নয়, দলিতদের মনেও আঘাত দেয়া হচ্ছে। যেমন গুরুগাঁওয়ের নাম গুরুতগ্রাম করায় দলিতরা কষ্ট পেয়েছে। দলিতরা মনে করছে, উচ্চবর্ণের ভোট নিশ্চিত করতে তারা এই পদক্ষেপ গ্রহণ করছে। নয়া দিল্লির আওরঙ্গজেব রোডের নাম পরিবর্তন করার কারণ তা মোগল সম্রাট আওরঙ্গজেবের নামে করা হয়েছিল। আরএসএস বা বিজেপি কেবল মোগল শাসন নয়, মধ্যযুগের পুরো মুসলিম শাসনকেই ভারতের ইতিহাস থেকে মুছে ফেলতে চায়। তাদের কাছে ওই আমলটি অন্ধকার যুগ। এ কারণে আওরঙ্গজেব রোডই নয়, তাদের হাত থেকে সম্রাট আকবরের নামে থাকা রাস্তাটিও রক্ষা পায়নি। ২০১৮ সালের আগস্টে ভারতের হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকার উত্তর প্রদেশের ঐতিহাসিক মোগল সরাই জংশনের নতুন নাম করে ডানপন্থী হিন্দুত্ববাদী নেতা দিন দয়াল উপাধ্যায়ের নামে। এর কারণ আগের নামটি সম্ভবত ভারতীয় মুসলিম মোগল রাজবংশের সাথে সম্পর্কিত ছিল। তিন বছর আগে ২০১৫ সালের মে মাসে আওরঙ্গজেব রোডসহ নয়া দিল্লির অনেক স্ট্রিট সাইনে দেখা যাওয়া উর্দু/মুসলিম নামগুলো উগ্রপন্থী হিন্দু সংগঠন শিব সেনা হিন্দুস্তান কালো কালিতে ঢেকে দেয়। এর অল্প কিছু দিনের মধ্যেই ক্ষমতাসীন বিজেপি আনুষ্ঠানিকভাবে আওরঙ্গজেব রোডের নতুন নাম করে এ পি জে আবদুল কালামের নামে। তিনি ছিলেন বিজেপিপন্থী সাবেক প্রেসিডেন্ট। ২০১৬ সালে হরিয়ানার বিজেপি সরকার গুরগাঁওয়ের নাম বদলে মহাভারতে থাকা উচ্চবর্ণের হিন্দু ব্যক্তিত্ব গুরু দ্রনাচার্যের (ভারতের দলিতরা তাকে খলনায়ক হিসেবে জানে) নামে রাখে গুরুগ্রাম। গত মাসে উত্তর প্রদেশের বিজেপি সরকার বেরিলি, কানপুর ও আগ্রার বিমানবন্দরের নাম পরিবর্তনের প্রস্তাব করে। নতুন দুটি নামই হিন্দুত্ববাদী ঘরানার। বেরেলির নতুন প্রস্তাব করা নাম হলো হিন্দু নাথ সম্প্রদায়ের নাথ নগরি হিসেবে। মুসলিমবিদ্বেষী উত্তর প্রদেশের বর্তমান হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই সম্প্রদায়ের সদস্য। আগ্রা বিমানবন্দরের নামকরণের প্রস্তাব করা হয়েছে উগ্র হিন্দুত্ববাদী নেতা দিন দয়াল উপাধ্যায় হিসেবে। মোগলসরাই রেল স্টেশনের নামও তার নামে করা হয়েছে। বিজেপি’র মূল সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস) মুসলিম নামগুলো বদলে ফেলার দাবি জানিয়েছে। তারা বিশেষ করে আহমদাবাদ, হায়দরাবাদ ও আওরঙ্গাবাদের নাম পরিবর্তন করতে বলছে। নগরী, রাস্তা বা ল্যান্ডমার্কগুলোর নতুন নাম দেয়া ভারত বা বিজেপির একক কোনো বিষয় নয়। বিজেপি ক্ষমতা গ্রহণের পর বেশ কয়েকটি নগরীর নাম পরিবর্তন করা হয়। বোম্বে, ব্যাঙ্গালোর ও ক্যালকাটার নাম বদলে স্থানীয় সংস্করণ হিসেবে মুম্বাই, বেঙ্গালুরু ও কোলকাতা করা হয়। উপনিবেশ আমলের চিহ্ন মুছে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলিম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ