বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর উত্তরখানে গ্যাস লাইনের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ ৮ জনের মধ্যে এক দম্পতির মৃত্যু হয়েছে। তারা হলেন- আজিজুল (২৭) ও তার স্ত্রী মোসলেমা (১৮)। গতকাল সকাল সোয়া ১০টার দিকে আজিজুল এবং বিকাল ৫টার দিকে মোসলেমা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে, গতকাল ভোর ৪টার দিকে উত্তরখান থানার ব্যাপারীপাড়া হেলাল মার্কেটের পাশে ১১০/এ নম্বর বাড়ির নিচতলায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুলে একই পরিবারের আটজন দগ্ধ হন। চিকিৎসাধীন অপর দগ্ধরা হলেন- সুফিয়া বেগম (৫০), মেয়ে আফরোজা আক্তার পুর্নিমা (৩০), ছেলে সাগর (১২), মৃত আজিজুলের বোন আঞ্জু (২৫), তার স্বামী ডাবলু (৩৩) ও ছেলে আব্দুল্লাহ (৫)। দগ্ধ সবার গ্রামের বাড়ি পাবনার ভাঙ্গুরা উপজেলার গোবিন্দপুর এলাকায় বলে জানা গেছে।
হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ সংকর পাল বলেন, দগ্ধ প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। সবারই শ্বাসনালি পুড়ে গেছে। তবে তাদের মধ্যে শিশু আব্দুল্লাহ ও তার মা আঞ্জু বেগম কম দগ্ধ হয়েছেন। কিন্তু তাদের দু’জনের শ্বাসনালি পুড়ে যাওয়ায় তাঁরাও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এছাড়া গুরুতর দগ্ধ পাঁচজন বার্ন ইউনিটের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন দগ্ধদের মধ্যে সাগরের ৬৬ শতাংশ, ডাবলুর ৬৫ শতাংশ, সুফিয়ার ৯৯ শতাংশ, পূর্ণিমার ৮০ শতাংশ, আবদুল্লাহর ১২ শতাংশ ও আঞ্জুর ৬ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া মৃত আজিজুলের শরীরের ৯৯ শতাংশ ও মুসলিমার ৯৮ শতাংশ পুড়ে গেছে।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, তিন রুমের একটি ফ্ল্যাটে তিনটি পরিবার থাকতেন। তাদের রান্নাঘর একটি। সেখান থেকেই আগুন লাগে। তবে গ্যাসের চুলা বন্ধ না রাখায়, নাকি গ্যাসের লাইন লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি। বাড়িওয়ালা মেহেদি হাসান বলেন, দেড় বছর আগে তিনটি পরিবার ফ্ল্যাটটি ভাড়া নেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।