Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা

বিএনপি কর্মী কারাগারে

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

আলোচিত নতুন ডিজিটাল নিরাপত্তা আইনে চট্টগ্রামে প্রথম মামলা হয়েছে এক বিএনপি কর্মীর বিরুদ্ধে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং আওয়ামী লীগকে ব্যঙ্গ করেব ফেসবুকে পোস্ট দেয়ায় এ মামলা হয়। নগরীর পাঁচলাইশ থানা পুলিশের এসআই মোহাম্মদ আবু তালেব বাদী হয়ে মামলাটি রেকর্ড করেন। মামলার একমাত্র আসামি আবুল কাশেমকে পুলিশ গ্রেফতারও করেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ গতকাল রাতে দৈনিক ইনকিলাবকে বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর বুধবার নিজের ফেসবুকে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং আওয়ামী লীগকে ব্যঙ্গ করে পোস্ট দেন আসামি আবুল কাশেম। তার বাসা নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায়।

আসামি আবুল কাশেম ‘এমডি কাশেম’ এবং ‘আবুল কাশেম’ নামে দুইটি ফেসবুক একাউন্ট পরিচালনা করেন। ওসি জানান, এস আই আবু তালেব ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(২) ধারায় পাঁচলাইশ থানায় মামলা রেকর্ড করেন। মামলা নম্বর- ৫(১০)/১৮। মামলা রেকর্ডের পরপরই আবুল কাশেমকে গ্রেফতার করা হয়। এখন তিনি কারাগারে রয়েছেন। এটিই এই আইনে চট্টগ্রামে প্রথম মামলা বলেও জানান ওসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ