বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় রড বোঝাই ট্রাক ছিনতাইকালে হেলপারকে হত্যা করেছে ছিনতাইকারীরা। এই ঘটনায় চালককে কুপিয়ে আহতও করা হয়েছে। গত বুধবার রাত ১টায় মহাসড়কের চান্দিনা উপজেলাধীন দোতলা-দাড়িয়াপুর এলাকায় এঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবর দুপুর ১২ টায় ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ মহাসড়কের পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত হেলপার মো. তোফয়েল হোসেন (২৫) কুমিল্লার আদর্শ সদর উপজেলার রাজাপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। আহত ট্রাক চালক খোরশেদ আলম একই জেলার চান্দিনা উপজেলার ছায়কোট-তুলাতলী গ্রামের আঃ আজিজের ছেলে। তিনি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শামসুল ইসলাম জানান, কুমিল্লা সফিউল স্টিল কোম্পানী থেকে রড বোঝাই ট্রাকটি ঢাকা যাচ্ছিল। পথে দোতলা-দাড়িয়াপুর এলাকায় পৌঁছলে ছিনতাইকারীদের কবলে পড়ে। এ সময় ছিনতাইকারীরা হেলপারকে হত্যা করে এবং চালককে গুরুতর আহত করে রড বোঝাই ট্রাকটি নিয়ে যায়। পরে ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশ আটক করেছে বলে শুনেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।