Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশা ইউনিভার্সিটিতে সুচিন্তা’র জঙ্গিবাদবিরোধী সেমিনার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৮, ৭:৪৮ পিএম

অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে তরুণদের মনোজগৎ জাগ্রতকরণ ও জঙ্গিবাদবিরোধী কার্যক্রম হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রায় এক বছর ধরে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সেমিনার করে আসছে সুচিন্তা ফাউন্ডেশন।

‘জাগো তারুণ্য রুখো জঙ্গিবাদ’ শিরোনামে সুচিন্তা ফাউন্ডেশনের জঙ্গিবাদবিরোধী কার্যক্রমের এবারের সেমিনারটির আয়োজন করা হয়েছিল রাজধানীর আশা ইউনিভার্সিটিতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ আসনের এমপি ফাহ্মী গোলন্দাজ বাবেল। বিশ্ববিদ্যলয়টির শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বৈশ্বিক একটি আতঙ্কের নাম জঙ্গিবাদ। কতিপয় গোষ্ঠী, ধর্মের নামে তরুণদের মিথ্যা ধর্মীয় ভীতি ও প্রলোভন দেখিয়ে জঙ্গিবাদেরমত ভয়ঙ্কর পথে তরুণদের ঠেলে দেবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য ইসলাম প্রচারের নামে বিশ্বের বুকে মুসলিমদের হেও করা। এটি বিশ্ব রাজনীতির একটি ভয়ঙ্কর খেলা, ক্ষমতার খেলা। তাই আমাদের সচেতন হতে হবে। ধর্মের অপব্যাখ্যায় কান দেওয়া যাবে না। পরিচিতজনদের মধ্যে কাউকে সন্দেহ হলে আইনের সহায়তা নিতে হবে।

তিনি আরও বলেন, জঙ্গিবাদ শব্দটির সাথে আমরা পরিচিত হয়েছি আল কায়দা ও আইএস নামের সংগঠনটির মাধ্যমে। ইসলামের নামধারী এসব সংগঠন ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষ হত্যা জায়েজ বলে প্রতিষ্ঠা করতে চাইছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুচিন্তা ফাউন্ডেশনের ডিরেক্টর ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য কানতারা খান। তিনি বলেন, জঙ্গিবাদের ফলেই সমৃদ্ধশালী বেশ কয়েকটি দেশ আজ ধ্বংস হয়ে গেছে। ইসরাইল, ফিলিস্তিনি, ইরাক এমনকি পাকিস্তানের মত দেশের আজ ভয়ঙ্কর পরিনতি। জঙ্গিহামলার কারনেই পাকিস্তানে প্রায় ৮ থেকে ১০ বছর ধরে কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় না। আমাদের দেশকে নানাভাবে টার্গেট করা হয়েছিল কিন্তু পারেনি প্রধানমন্ত্রী জঙ্গিদমনে জিরো টলারেন্স নীতির কারণে। তাই আমাদের সচেতন হতে হবে। জয় বাংলা, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করলে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। গড়ে উঠবে বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’। যেখানে থাকবে না ধর্মের নামে হানাহানি, থাকবে না জঙ্গি ও জঙ্গিবাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সংসদের পানিসম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান। তিনি বলেন, তরুণরাই আজ ও আগামীর ভবিষ্যৎ। আজ এই তরুণদেরকেই টার্গেট করা হচ্ছে নানা জঙ্গি হামলায়। এটা খুব ভীতিকর।

অনুষ্ঠানে আশা ইউনিভার্সিটির উপাচার্য বলেন, জঙ্গিবাদ একটি মতবাদ, এই মতবাদকে রুখতে হলে বা কাউন্টার দিতে পাল্টা মতবাদ লাগবে। সুচিন্তা ফাউন্ডেশনের এই উদ্যোগ জঙ্গিবাদ নির্মূলে বিরাট ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশ উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জঙ্গিবাদের মত অপশক্তিকে দানা বাঁধতে দেয়া যাবে না।

উপাচার্যের বক্তব্যের আগে সুচিন্তার গবেষণা সেলে’র আশরাফুল আলম ইসলামে জঙ্গিবাদ এবং আলোচকদের আলোচনা থেকে শিক্ষার্থীদের নানা প্রশ্ন করেন, শিক্ষার্থীরাও প্রশ্ন উত্তরের মাধ্যমে অনেক বিষয় সম্পর্কে স্পষ্ট জ্ঞান লাভ করে।

এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের বক্তব্য রাখেন বাণিজ্য অনুষদের ডিন এ আর খান এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং ইংরেজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু দাউদ হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘আজ সারাবেলা’র সম্পাদক জববার হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আশা

৮ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ