Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বর্ণমুদ্রায় ২৫৭% মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের আশা জিম্বাবুয়ের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

আফ্রিকার দেশ জিম্বাবুয়ে ভয়াবহ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে। চলতি বছরের জুনে যেখানে মূল্যস্ফীতি ছিল ১৯১ শতাংশ, জুলাইয়ে এসে তা ২৫৭ শতাংশে পৌঁছেছে। দ্রুত বর্ধনশীল এ মূল্যস্ফীতি দেশটির সাধারণ মানুষকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। একদিকে দ্রব্যমূল্য বাড়ছে, অন্যদিকে কমছে মুদ্রার মান। এর সঙ্গে যুক্ত হয়েছে তীব্র পানি সংকট। রাজধানী হারারের বেশির ভাগ মানুষকে এখন নিজের পানির ব্যবস্থা নিজেকেই করতে হচ্ছে। স্থানীয়দের দিন শুরু হয় সারা দিনের জন্য পানির ব্যবস্থা করার মধ্য দিয়ে। এ অবস্থায় স্বর্ণমুদ্রা প্রচলনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা করছে দেশটির সরকার। খবর এপি। হারারের মাভুকু শহরতলিকে রাতভর নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন জেফরি কার্লোস। নিজের দায়িত্ব পালন শেষে দ্রুত বাড়িতে ফিরে যান তিনি। সেখানে স্ত্রীকে পানি সংগ্রহে সহায়তা করেন তিনি। হারারের ২৪ লাখ বাসিন্দার জন্য পানি সংগ্রহ করা ভীষণ কষ্টের হয়ে গিয়েছে। কারণ বাড়িতে থাকা পানির লাইনে কোনো পানি আসে না। এক্ষেত্রে কার্লোস বেশ ভাগ্যবান। কারণ তিনি যে বাড়িটি ভাড়া নিয়েছেন সেখানে একটি পানির কূপ আছে। যেখান থেকে পানি উত্তোলন করে আশপাশের প্রতিবেশীদের কাছে বিক্রি করতে পারেন তিনি। কার্লোস বলেন, পানির এ কূপ এখন তার জন্য স্বর্ণের মতো মূল্যবান। যেদিন ভাগ্য ভালো থাকে সেটির ১২ বালতি পানি বিক্রি করতে পারেন। প্রতি বালতি পানি বিক্রি হয় ২ ডলারে। ১২ বালতি পানি বিক্রির অর্থ দিয়ে তিন সন্তানের জন্য খাবার কিনতে পারেন কার্লোস দম্পতি। ক্রমবর্ধমান দ্রব্যমূল্য এবং কমতে থাকা মুদ্রার মান জিম্বাবুয়ের বহু মানুষকে একেবারে খাদের কিনারে নিয়ে গিয়েছে। আফ্রিকার দক্ষিণাঞ্চলের এ দেশ ২০০৮ সালেও মূল্যস্ফীতিতে রেকর্ড দেখেছিল। সে সময় জিম্বাবুয়ের মূল্যস্ফীতি পৌঁছেছিল ৫০০ কোটি শতাংশে। এবারো সেই একই ধরনের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সেই সময়ের মতো অর্থনৈতিক বিপর্যস্ত অবস্থা যেন এবার না হয় সে লক্ষ্যে কিছু পদক্ষেপ নিয়েছে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন এমানাঙ্গাগোয়া। এর মধ্যে রয়েছে আইনি ব্যবস্থাপনার মধ্যে স্বর্ণমুদ্রার প্রচলন করা। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বর্ণমুদ্রায় ২৫৭% মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের আশা জিম্বাবুয়ের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ