Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশা দেখাচ্ছে লাকি গ্রাউন্ড

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৫৯ পিএম

বাংলাদেশ দলের টেস্ট ক্রিকেটের বয়স ১৯ বছর। এ পর্যন্ত ১১৪টি টেস্টের বিপরীতে জয় পেয়েছে ১৩টিতে। অপরদিকে টেস্ট পরিবারে একেবারে নবীন আফগানিস্তান। সবেমাত্র দুটি টেস্ট খেলে ভারতের কাছে হারলেও আয়ারল্যান্ডের বিপক্ষে ঠিকই জয় তুলে নিয়েছে তারা। এবার তৃতীয় টেস্ট ম্যাচ খেলবে আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে যা আজ লাকি গ্রাউন্ড জহুর আহমদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর আগে দুইদিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে ভালভাবে নাকানি-চুবানি খাইয়েছে টেস্টের নবীন সদস্য দেশটি। সে দৃষ্টিকোণ থেকে সতর্ক রয়েছে বাংলাদেশ দল। তবে ইতিহাসের পরিসংখ্যান বলছে, চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলের রেকর্ড ঢাকার চেয়ে ভালো। তার চেয়ে বড় কথা, হোম অব ক্রিকেটের ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেট বরাবরই আনপ্রেডিক্টেবল। তার চরিত্র, গতি ও প্রকৃতি নিয়ে সংশয় থাকে সবসময়। কিন্তু চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম বাংলাদেশের জন্য সবসময় লাকি গ্রাউন্ড হয়ে থাকে। এ মাঠে ৯টি ভিন্ন দলের বিপক্ষে ১৮টি টেস্ট খেলেছে বাংলাদেশ। মাত্র দুটি জয় ও ১০টি হারের বীপরিতে ৬টি ড্র আছে টাইগারদের।

গত চার বছর বাংলাদেশ ক্রিকেটে একটি অপ্রতিরোধ্য দল হিসাবে এগিয়ে চলেছে। এবারের বিশ্বকাপে বাংলাদেশ সেমি-ফাইনালে উঠতে না পারলেও খেলেছে ভালো। তারপরও নতুন কোচ, নতুন প্রতিপক্ষ। আর টেস্ট ক্রিকেটে যেন বাংলাদেশের জন্য এ সিরিজটি নতুন করে শুরু হয়। কারণ লম্বা সময় পর টেস্ট ক্রিকেট খেলতে নামছে টাইগাররা। আর সে মিশনে প্রতিপক্ষ যখন আফগানিস্তান তখন একটু বাড়তি সতর্ক নিতে হচ্ছে। দলে নতুন কোচ রাসেল ডমিঙ্গো তার পরিকল্পনার মতো গত কয়েকদিন ভেন্যুতে অবস্থান করে অনুশীলনটা ভালোই সেরেছেন। ব্যাটিং কোচ নীল মেকেঞ্জি ব্যাটসম্যানদের নিয়ে কাটালেন বেশ ভালোভাবে। দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যানদের খুঁটিনাটি প্রখর করে নিলেন। তাছাড়া চট্টগ্রামে বাংলাদেশ দল মানে সেখানে সবার দৃষ্টি নিবন্ধিত থাকে একজনের দিকে। তার নাম হচ্ছে তামিম ইকবাল। আজ থেকে শুরু হতে যাওয়া টেস্টে নেই তামিম। নিজের খারাপ ফর্ম কাটাতে স্বেচ্ছায় ছুটি নিয়েছেন তামিম। তামিম না থাকলেও বাংলাদেশ দলে যে একেবারে চাটগাইয়াবিহীন তা কিন্তু নয়। দলে হয়তো থাকবে এ মাঠে নিজের অভিষেক ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়া নাঈম হাসান। এ তরুণই এখন চট্টলাবাসীর আগ্রহ আর প্রত্যাশার মূল কেন্দ্রবিন্দুতে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আশা দেখাচ্ছে লাকি গ্রাউন্ড

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ