মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত সপ্তাহে শক্তিশালী ভূমিকম্প ও সুনামি আঘাত হেনেছিল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে। ক্ষয়ক্ষতি হয় ব্যাপক। এতে এখনো পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানান কর্মকর্তারা। খবর সিএনএন।
২৮ সেপ্টেম্বর ভূমিকম্প ও সুনামি আঘাত হানার পর এই এলাকার নদীগুলোর মাটি পানি সঙ্গে মিশে পুরো প্রতিবেশী অঞ্চল ভাসিয়ে নিয়ে যায়। বালেরোয়া ও পেতোবো শহরের কয়েক হাজার মানুষ এখনো নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র সুতোপো পুরও নুগ্রহ রবিবার জাকার্তায় সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ১৭৬৩ জন ব্যক্তির মৃতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পালু শহরের ২৬৫ জন বাসিন্দা নিখোঁজ।
তিনি আরো আরো জানান, নিহতদের সবাইকে গণকবরে দাফন করা হয়েছে। এই দুর্যোগের কারণে ৬২ হাজার মানুষ এখন বাস্তুচ্যুত।
প্রাপ্ত খবরে জানা যায়, বালেরোয়া ও পেতোবো শহরে এখনো পাঁচ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। এই এলাকায় মাটির সঙ্গে পানি মিশ্রিত হয়ে তীব্র স্রোত বাড়িঘরগুলোতে আঘাত হানে। ভূমিকম্পের পর কমপক্ষে এক হাজার বাড়িঘর নদী থেকে আসা মাটির নিচের ঢাকা পড়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।