Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সঙ্গীত দিয়ে ইসরাইলি হামলার জবাব

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

গাজা উপত্যকার একটি পাঁচতলা বাড়ি গুঁড়িয়ে দিয়েছিল ইসরাইলি সেনাবাহিনী। অভিযোগ ছিল- প্রতিরোধ আন্দোলনে হামাস যোদ্ধারা সেখানে অস্ত্র মজুদ করে রেখেছেন। এতে নিহত হয়েছিলেন এক অন্তঃসত্তা নারী ও তার দুবছরের শিশুকন্যা। প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের নামে সাধারণ মানুষকে হত্যা করার এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন গাজাবাসী। আর প্রতিবাদের ভাষা হিসেবে তারা বেছে নিয়েছেন সংগীত। গান গেয়েই প্রতিবাদে শামিল হয়েছেন তারা। গাজা শহরের সেই বাড়িটিতে ছিল ফিলিস্তিনের সাইয়েদ আল-মিশাল সাংস্কৃতিক কেন্দ্র। বেশ কয়েক বছর ধরে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল এ সাংস্কৃতিক কেন্দ্রটি। যুদ্ধবিধ্বস্ত গাজায় যে কয়েকটি হাতেগোনা সাংস্কৃতিক কেন্দ্র ছিল, তার মধ্যে অন্যতম এ আল-মিশাল। পাঁচতলা বাড়িটিতে ছিল প্রেক্ষাগৃহ, নাটকের মঞ্চ এবং একটি গ্রন্থাগার। প্রতি বছর একাধিক সংগীতানুষ্ঠান হতো সেখানে। শুধু অনুষ্ঠানই নয়, এই কেন্দ্র ছিল বিভিন্ন শিল্পী ও সংস্কৃতিমনা নতুন প্রজন্মের সংংযোগের ক্ষেত্র। তারা এখানে জড়ো হতেন, আড্ডা দিতেন আর পরিকল্পনা করতেন পরবর্তী অনুষ্ঠানের। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ