Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বজুড়ে একের পর এক সাইবার হামলা করছে এমইডি : ব্রিটেন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

বিশ্বজুড়ে একের পর এক সাইবার হামলার মূল হোতা বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘মেইন ইন্টেলিজেন্স ডিরেক্টরেট’কে এমইডি (যা আগে জিআরইউ নামে পরিচিত ছিল) দায়ী করেছে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি তাদের এমন কর্মকণ্ডের উচিত জবাব দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। মেইন ইন্টেলিজেন্স ডিরেক্টরেট হলো রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা। তাদেরকে প্রকাশ্যে, আনুষ্ঠানিকভাবে দায়ী করেছে ব্রিটেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট বুধবার রাতে বলেছেন, বৈষম্যমূলক ও অবৈধভাবে সাইবার হামলা চালাতে গোপনে কাজ করে যাচ্ছে ক্রেমলিন। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল। রাশিয়ার গোয়েন্দা সের্গেই স্ক্রিপল ও তার মেয়ে ইউলিয়ার ওপর বিষপ্রয়োগের জন্যও রাশিয়ার ওই সামরিক গোয়েন্দা সংস্থাকে দায়ী করা হয়েছে। রাশিয়ার গোয়েন্দা সংস্থাটির আগের নাম উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ব্রিটেনের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার দৃঢ় প্রমাণের সঙ্গে নিশ্চিত হয়েছে যে, বহু সাইবার হামলার জন্য দায়ী জিআরইউ। তাদের এমন হামলায় কোটি কোটি পাউন্ড ক্ষতি হয়েছে অর্থনীতির। আর এ জন্য দায়ী করা হয়েছে রাশিয়ার সরকারকে। তারা বিশ্বজুড়ে যেসব সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্রেটিক পার্টি, ওয়ার্ল্ড এন্টি-ডোপিং এজেন্সি, ইউক্রেনে মেট্রো সিস্টেম ও বিমানবন্দরগুলো, রাশিয়ার দুটি কেন্দ্রীয় ব্যাংক ও দুটি রাশিয়ান মিডিয়া। এ ছাড়া যুক্তরাজ্যভিত্তিক দুটি টিভি স্টেশনেও হ্যাকিং চালিয়ে হামলা করেছে জিআরইউ। সেখান থেকে তারা ২০১৫ সালের জুলাই ও আগস্টের মধ্যবর্তী সময়ে বিভিন্ন জনের ইমেইল একাউন্টে প্রবেশ করে এবং বিভিন্ন তথ্য চুরি করে। রাশিয়া রাষ্ট্রের মদতপুষ্ট হ্যাকাররা যেসব কোড নাম ব্যবহার করে তার মধ্যে রয়েছে ফ্যান্সি বিয়ার, পওনস্টোর্ম, সাইবার ক্যালিফাত, সার টিম, স্যান্ডওয়ার্ম ও ভুদু বিয়ার। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট বলেছেন, এসব সাইবার হামলা কোনো জাতীয় নিরাপত্তার স্বার্থে বৈধ নয়। বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রায় এর মধ্য দিয়ে হস্তক্ষেপ করা হচ্ছে। জিআরইউয়ের কর্মকাণ্ড বেপরোয়া ও বৈষম্যমূলক। তারা অন্য দেশের নির্বাচনে হস্তক্ষেপ করে তার বিশ্বস্ততাকে খর্ব করার চেষ্টা করে। এমন কি তারা রাশিয়ার বিভিন্ন কোম্পানি ও নাগরিকদের ক্ষতি করার চেষ্টা করে। তারা এসব করে আন্তর্জাতিক আইন, আদর্শের প্রতি কোনো কেয়ার না করে। তারা দায়মুক্তি বোধ করে। ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ