Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইসিইউ সংক্রমণজনিত মৃত্যুহার ৪০ শতাংশের ঊর্ধ্বে

সেমিনারে বিশেষজ্ঞরা

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

উন্নত বিশ্বে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) সংক্রমণজনিত মৃত্যুহার যেখানে সর্বোচ্চ ৫ শতাংশ বাংলাদেশে সে হার ৪০ শতাংশের ঊর্ধ্বে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ ও এর যথার্থ বাস্তবায়ন সম্ভব হলে সংক্রমণজনিত মৃত্যুহার ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব। এটা করতে পারলে সংক্রমণজনিত মৃত্যু থেকে শতকরা ৩৫ শতাংশ রোগীর জীবন বাঁচানো সম্ভব।
গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে রোগ জীবাণু সংক্রমণ নিয়ন্ত্রণ বিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের এ্যানেসথেসিয়া, এনালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগ ও মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনোলজি বিভাগের যৌথ উদ্যোগে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কনক কান্তি বড়–য়া বলেন, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও যথাযথ প্রটোকল মেনে চলার মতো বিষয়গুলো নিশ্চিত করতে পারলে সংক্রমণজনিত মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব।
আইসিইউ বিভাগের প্রফেসর ডা. এ কে কামরুল হুদা বলেন, রোগীর দেহে রোগ-জীবাণু সংক্রমণ প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ করা না গেলে রোগীর মৃত্যুঝুঁকি ৩০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। প্রকৃতপক্ষে, আইসিইউতে ভর্তিকৃত রোগীর দেহে জীবাণু সংক্রমিত হলে রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়ে। তবে রোগীর দেহে জীবাণু সংক্রমণ অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব, উন্নত দেশগুলো এর প্রকৃষ্ট উদাহরণ। রোগ জীবাণু সংক্রমণ প্রতিরোধে রোগীকে স্পর্শ করার আগে জীবাণুমুক্তকরণ উপাদান দিয়ে হাতধোয়া শতভাগ নিশ্চিত করা, বর্জ্য অপসারণ ও নিষ্কাশন ব্যবস্থা উন্নত করাসহ হাত ধোয়ার স্থান উন্নত করা জরুরি। এছাড়া বায়ু বিশুদ্ধকরণ প্রক্রিয়াসহ বাইরের বাতাস ভেতরে প্রবেশ করতে না দেয়া এমন আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ অবকাঠামো নিয়ে আইসিইউ নির্মাণ করা অপরিহার্য।
সেমিনারে সাবেক প্রো-ভিসি ডা. মো. রুহুল আমিন মিয়া, প্রফেসর ডা. এ কে এম আকতারুজ্জামান, প্রফেসর টেতসুয়া মাতসুমোটো, প্রফেসর ইয়াসুউকি কাটো, ডা. কে এম আনোয়ারুল হক প্রমুখ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ