Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-৫ আসনে জাসদ প্রার্থী শহিদুল ইসলামের গণসংযোগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ৫:২৬ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের মনোনয়ন পেতে জাসদের ঢাকা-৫ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি রোরবার সকালে যাত্রাবাড়ীর দনিয়া ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন।

আজকের বিভিন্ন পথ সভায় শহীদুল ইসলাম বলেন, নাগরিক সুবিধা বঞ্চিত ঢাকা-৫ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি বলেন, স্বাধীনতা পক্ষের শক্তিকে ভোট দিতে হবে। ঢাকা-৫ এ অসৎ নেতৃত্বের কারণে দৃশ্যমান তেমন কোন উন্নয়ন হয়নি। আমি সাধ্যমতে এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করে যাচ্ছি। তিনি বলেন, নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, একটি বিজ্ঞান কলেজ ও বেকার যুবক-যুবতীদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব। সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধ জনমত গড়ে তুলবো।

১৪ দলের সম্ভাব্য এমপি প্রার্থী বীরমুক্তিযোদ্ধা দীর্ঘদিন যাবত যাত্রাবাড়ী ও ডেমরার সর্বত্রই নিজ দলকে সুসংগঠিত করতে এলাকায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণসংযোগ

২ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ