Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরা-২ আসনে ধানের শীষের গণসংযোগ

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

মাগুরার মহম্মাদপুর ও শালিখা উপজেলা ও মাগুরা সদর উপজেলার ৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা-২ নির্বাচনী এলাকায় সাবেক সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী নির্বাচনী গসংযোগে অংশ নেয়ায় ধানের শীষের পক্ষে গণজোয়ারের সৃষ্টি হয়েছে। নেওয়াজ হালিমা আরলী গত রোববার বিকেলে মহম্মাদপুর উপজেলার চর জাঙ্গালীয়া গ্রামে ধানের শীষের পক্ষে বাড়িতে বাড়িতে ভোট চান। এ সময় তার সাথে ছিলেন মাগুরা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক মন্ত্রী এড. নিতাই রায় চৌধুরীর ছেলে এড. মিথুন রায় চৌধুরী, জেলা বিএনপির যুগ্মআহবায়ক অধ্যক্ষ মতিয়ার রহমান, বিএনপি নেতা আখতার হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেওয়াজ হালিমা আরলী গণসংযোগকালে বলেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে এবং আ.অত্যাচার নির্যাতন থেকে জাতিকে মুক্ত করতে ধানের শীষে ভোট দেয়ার বিকল্প নেই। তিনি সুষ্ট সুন্দর ও নিরপেক্ষভাবে নির্বাচন দাবি করে বলেন, নির্বাচনে কারচুপি হলে যে পরিস্থিরি সৃষ্টি হবে তার দায় দ্বায়িত্ব বর্তমান আ.লীগ সরকারকেই নিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধানের শীষের গণসংযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ