মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগান সরকারের একটি প্রতিনিধি দলের সাথে তালেবানের একটি দল সাক্ষাত করেছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, গ্রুপটির এক মুখপাত্র শুক্রবার তা অস্বীকার করেছে। সউদী আরবে উভয় পক্ষের কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন বলে রয়টার্স খবর প্রকাশ করেছিল। আগামী মাসে আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন হবে। এর আগ দিয়ে এ ধরনের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়েছিল। তালেবান পক্ষ জোর দিয়ে বলছে, তারা কেবল যুক্তরাষ্ট্রের সাথেই আলোচনা করতে চায়। তারা আফগান সরকারকে যুক্তরাষ্ট্রের পুতুল মনে করে। তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ওই বৈঠকের খবর অস্বীকার করে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন। আর প্রেসিডেন্ট আশরাফ গনির অফিস এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। নির্বাচনের সময় ভোট কেন্দ্রে হামলা হতে পারে- এমন আশঙ্কায় প্রস্তুতি বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া নির্বাচনী প্রচারণাও ঠিকমতো এগুচ্ছে না। বাধাহীন ও সহিংসতাবিহীন নির্বাচন আয়োজনের বিষয়টি আফগান সরকার ও এর আন্তর্জাতিক অংশীদারদের কাছে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।