Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাধবপুরে জামায়াত নেতা আটক

হবিগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ৩:১৬ পিএম

হবিগঞ্জের মাধবপুরে পৃথক ঘটনায় আটটি পেট্রলবোমা ও ১০টি ককটেলসহ জামায়াত নেতা নজরুল ইসলামকে আটক করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার খড়কি গ্রাম ও শনিবার সকাল সাড়ে ৭টায় বানিয়াচং উপজেলা কমপ্লেক্সের গেইট থেকে ওই বোমাগুলো উদ্ধার করা হয়। এসময় ১০টি লোহার রড উদ্ধার করা হয়।
আটক নজরুল ইসলাম মাধবপুর উপজেলা জামায়াতের আমির।

মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নাশকতার জন্য গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে তারা পালিয়ে যায়। উদ্ধারকৃত ককটেলগুলো নাশকতার জন্য জমা করা হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বানিয়াচং থানার ওসি তদন্ত আবদুল কাইয়ুম জানান, শনিবার উপজেলা কৃষকদল ১নং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একটি সভার আহ্বান করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ