Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীতে মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ ১

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১:১০ পিএম
ফেনীর ছাগলনাইয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানকালে একরাম ওরফে ডাইল একরাম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশের দাবি, গুলিবিদ্ধ একরাম মাদক ব্যবসায়ী। এসময় এএসআই মতিউরসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতের দিকে উপজেলার মধুগ্রাম ব্রিকফিল্ডের কাছে এ ঘটনা ঘটে।
 
গুলিবিদ্ধ একরাম শুভপুর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মো. নুর ইসলামের ছেলে। তাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ছাগলনাইয়া থানার পরিদর্শক সুদ্বীপ রায় পলাশ বলেন, মাদক পাচারের একটি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।
 
এসময় মাদক ব্যবসায়ীরা আমাদের উপস্থিতি টের পেয়ে হামলা করে। আত্মরক্ষার্থে আমরাও পাল্টা গুলি চালাই। এতে একরাম ওরফে ডাইল একরাম গুরুতর আহত হন।
 
অভিযানকালে পাঁচ-ছয়জন পালিয়ে যায়। গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী একরামসহ ৭ জনকে আসামি করে থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেনীতে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ