পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ফেনী জেলা সংবাদদাতা : “একটি করে বৃক্ষরোপন করুন, দুষণমুক্ত স্বদেশ গড়–ন”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল আল্-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ ফেনী শাখার উদ্যোগে বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠিত হয়। এসময় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ফেনী শাখার ব্যবস্থাপক শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেনিথ ফার্মাসিউটিক্যালস্ লিঃ- এর ব্যবস্থাপনা পরিচালক ও রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের ডেপুটি গভর্নর ড. বেলাল উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একরামুল হক ভুঞা, রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসেম, ব্যাংকের সহ-ব্যবস্থাপক এ এস এম সামছুদ্দিনসহ সকল কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা। এসময় জেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজ, রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়, নোয়াবাদ ইসলামিয়া দাখিল মাদরাসা, আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা, রহমানিয়া ওছমানিয়া হাফেজিয়া মাদরাসার ছাত্র-ছাত্রী ও গ্রাহকদের মাঝে ৪শ’ গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. বেলাল বলেন আল্-আরাফাহ ইসলামী ব্যাংকের এমন মহতি উদ্যোগে তিনি আনন্দিত। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যেভাবে হুমকীর মুখে পড়েছে এক্ষেত্রে বৃক্ষরোপনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। শুধু মাত্র সবুজের বেষ্টনী বাংলাদেশকে বিরূপ প্রকৃতি থেকে রক্ষা করতে পারে বলে উল্লেখ করেন প্রধান অতিথি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।