Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফেনীতে জীনের বাদশা গ্রেফতার

প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ফেনী জেলা সংবাদদাতাঃ ফেনীর সোনাগাজী উপজেলার চরছান্দিয়া গ্রামে স্বর্ণের পাতিলের লোভ দেখিয়ে ৭লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে জীনের বাদশাসহ তার এক সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত শনিবার রাতে টাকা নিতে এসে তারা এলাকাবাসীর হাতে আটক হয়। স্থানীয়রা জানায়, খাগড়াছডি জেলার বামগড় উপজেলার বাসিন্দা স্বপন দত্ত গত কয়েক মাস পূর্বে নিজেকে জীনের বাদশা পরিচয় দিয়ে চরছান্দিয়ার সগদাগরহাট সংলগ্ন নুর নবী মিতালী নামে স্থানীয় এক ব্যক্তিকে জানায় তার বাড়িতে স্বর্ণের পাতিল রয়েছে। জিনের বাদশার কথায় লোভে পড়ে নুর নবী মিতালী তাকে যে কোনো উপায়ে স্বর্ণের পাতিল খুঁজে দেয়ার অনুরোধ করে। এ সুযোগে জীনের বাদশা নামধারী স্বপন দত্ত বিভিন্ন কৌশলে নুর নবীর কাছ থেকে বিকাশের মাধ্যমে এ পর্যন্ত ৬ লাখ ৯১ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা যায়। টাকা নেয়ার পর অনেক দিন হয়ে গেছে জীনের বাদশা তার স্বর্ণের পাতিলের কোন খোঁজ দিতে না পারায় নুর নবীর সন্দেহ হয়। তিনি গত শনিবার আবার জীনের বাদশাকে কৌশলে খবর দেয়, আরো কিছু টাকা নেয়ার জন্য। ঐ দিন বিকেলে স¦পন দত্ত তার স্থানীয় সহযোগী চরছান্দিয়া ইসলামপুর গ্রামের বাসিন্দা হানিফকে সাথে নিয়ে নুর নবীর বাড়িতে গেলে এলাকার লোকজন তাদেরকে ধরে এ ব্যপারে ব্যাপক জিজ্ঞাসার পর তাদের প্রতারণার আসল রুপ বেরিয়ে আসে। তখন স্থানীয়রা এ দুই প্রতারককে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে সোনাগাজী মডেল থানার পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেনীতে জীনের বাদশা গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ