Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ফেনীতে দলীয় ক্যাডারদের হাতে যুবলীগ নেতা খুন

প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সোনাগাজী উপজেলা সংবাদদাতা : ফেনীর বালিগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল (৩৭)কে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দলীয় প্রতিপক্ষরা।
তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বালিগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী বাহার ও সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর কট্টর সমর্থক ছিলেন জয়নাল মেম্বার। তার সাথে এলাকায় আধিপত্য বিস্তার ও নির্বাচন সংক্রান্ত বিষয়ে জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শুসেন শীল, চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ ও স্থানীয় কামাল মেম্বারের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল বলে জানিয়েছেন তার পিতা হাফিজ আহাম্মদ। তিনি আরো জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার সময় জয়নাল ফেনী থেকে বাড়ী যাওয়ার পথে মধুয়াই বড়পোল নামক স্থানে পৌঁছলে শুসেন ও কামালের নেতৃত্বে সন্ত্রাসীরা সিএনজির গতিরোধ করে জয়নালকে প্রথমে গুলি করে এবং পরে কুপিয়ে গুরুতর আহত করে। তার আর্তচিৎকারে স্থানীয়রা বেরিয়ে এলে বোমা ফাটিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, ঘাতকেরা সবাই শুসেন শীলের ক্যাডার হিসেবে পরিচিত। জয়নাল মেম্বার আওয়ামী রাজনীতির পোড় খাওয়া নেতা হিসেবে পরিচিত, সাবেক এমপি জয়নাল হাজারীর পরীক্ষিত কর্মী ছিলেন। গত চারদলীয় জোট সরকারের পুরো সময়টা জয়নাল কারাগারে ছিলেন। জয়নাল নৌকা প্রতীকের পক্ষে কাজ করলেও শুসেন শীল প্রকাশ্যে বিদ্রোহী প্রার্থীর আনারস প্রতীকের পক্ষে কাজ করার অভিযোগ রয়েছে। এদিকে রাতে ফেনী সদর হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের জয়নাল মেম্বারের পিতা ও ভাই হত্যার জন্য শুসেন শীল ও কামাল মেম্বারকে দায়ী করেছেন। তারা বলেছেন, নৌকার প্রার্থী বাহারের পক্ষে কাজ করায় নিজাম হাজারীর অনুসারী শুসেন গং জয়নালকে হত্যা করেছে। তবে অভিযোগের বিষয়ে জানতে শুসেন শীলের মুঠোফোনে কয়েক বার ফোন দিয়েও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোরশেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেনীতে দলীয় ক্যাডারদের হাতে যুবলীগ নেতা খুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ