Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীতে আ’লীগ নেতার হামলায় গুরুতর আহত ইউএনও

প্রকাশের সময় : ৭ মে, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:৩৬ পিএম, ৬ মে, ২০১৬

ফেনী জেলা সংবাদদাতা : ফেনীর পরশুরামের চিথলিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এক আ.লীগ নেতার নেতৃত্বে মারধর করা হয়েছে বলে জানা গেছে। ব্যাপক মারধর এবং মাথায় প্রচ- আঘাতের কারণে ওই কর্মকর্তা ঘটনাস্থলে জ্ঞান হারালে তাকে তাৎক্ষণিকভাবে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শী, ইউএনও অফিসের কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসক এবং ফেনী সদর হাসপাতালে সরেজমিন পরিদর্শনে জানা গেছে, বিলোনীয়া স্থলবন্দরে নৌমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাসার মজুমদার তপন তার প্রতিষ্ঠিত ন্যাশনাল আইডিয়াল স্কুল মন্ত্রী পরিদর্শন করবেন এজন্য চিথলিয়া নামক স্থানে এলাকাবাসীদের নিয়ে অপেক্ষায় থাকেন। মন্ত্রীর গাড়ি দেখে থামানোর চেষ্টাকালে পরশুরামের সদ্য নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম রকিব হায়দার বাধা দেন। এতে মন্ত্রীর গাড়ি বহর চলে যায়। বিষয়টিতে ক্ষিপ্ত হয়ে তপনের উপস্থিতিতে স্থানীয় আ.লীগ কর্মীরা ইউএনও’র ওপর চড়াও হয়। এ সময় তাকে কিল, ঘুষি, লাথি মেরে ব্যাপক জখমের পাশাপাশি মাথায় প্রচ- আঘাত করা হয়। ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারালে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে ফেনী জেলা প্রশাসক আমিন উল আহসান এবং পুলিশ সুপার রেজাউল হক পিপিএম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রকিব হায়দারকে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
এ বিষয়ে জানতে জেলা প্রশাসক আমিন উল আহসানকে ফোন করা হলে তিনি বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে মন্ত্রীকে অবহিত করা হয়েছে। তিনি আরো বলেন, জেলা আ.লীগের সহ-সভাপতি খায়রুল বাশার তপনের সাথে তুচ্ছ ঘটনার জের ধরে ইউএনও’র ওপর হামলা করা হয়েছে।
জানতে চাইলে ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সারোয়ার জাহান বলেন ইউএনও’র ওপর হামলার বিষয়টি তিনি শুনেছেন। কর্তব্যরত ডাক্তার তার চিকিৎসায় কাজ করে যাচ্ছেন। মাথায় আঘাতজনিত কারণে তিনি অজ্ঞান রয়েছেন। সিটি স্ক্যান করার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি।
অভিযুক্ত আ.লীগ নেতা খায়রুল বাশার তপনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেনীতে আ’লীগ নেতার হামলায় গুরুতর আহত ইউএনও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ