বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফেনী জেলা সংবাদদাতা : গতকাল ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে কওমি ওলামা কেরামদের উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়। ফেনীর লালপোল সুলতানিয়া মাদরাসার মোহতামিম মাওলানা মুফতি ছাঈদ আহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে বক্তারা বলেন প্রচলিত শিক্ষানীতি ২০১৬ এদেশে কওমী শিক্ষার উন্নয়ন ও বিকাশের সম্পূর্ণ পরিপন্থী। এ শিক্ষা আইন কওমি শিক্ষাকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র। শিক্ষা আইনে যে সকল বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে তাতে সারা দেশের কওমি মাদরাসাগুলোর স্বাধীনতা ও সক্রিয়তা বজায় থাকবে না বলে মন্তব্য করেন বক্তারা। এ সময় সকলের ঐক্যমতে সরকারের প্রতি ৮ দফা প্রস্তাবনা উল্লেখ করা হয়। প্রস্তাবনায় বলা হয় জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে প্রণীত শিক্ষা আইন-২০১৬ বাতিল করতে হবে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যপুস্তকে ধর্মভিত্তিক বিষয়গুলো পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে। ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে। প্রস্তাবিত কওমী মাদরাসা শিক্ষানীতি ২০১২ এর আলোকে তৈরীকৃত শিক্ষা আইন ২০১৩ এর খসড়া বাতিল করতে হবে। চলতি বছরের ২৭ সেপ্টেম্বর ৯ সদস্যের যে কওমি মাদরাসা শিক্ষা আইন প্রনয়ন কমিটি গঠন করা হয়েছে তা বাতিল করতে হবে। যুগ উপযোগী করার লক্ষ্যে কাওমি মাদরাসার স্বাতন্ত্রতা বিলুপ্ত হয় এমন কাজ থেকে সরকারকে বিরত থাকতে হবে। পুরাতন ও নতুন মক্তব, হাফেজিয়া, নুরানী ও কওমি মাদরাসা স্থাপন এবং পরিচালনা সরকারি নিবন্ধনের আওতাভুক্ত রাখতে হবে।
কাওমি মাদরাসার সনদের মান দেওয়া ইস্যুতে আল্লামা আহমদ শফীর তত্ত¡াবধানে কমিটি গঠন করে সিদ্ধান্ত নিলে তবেই তা মেনে নিবে এদেশের হাজার হাজার কওমি ওলামা মাশায়েখ ও শিক্ষার্থীরা। বক্তারা সরকারের প্রতি উদাত্ত আহŸান জানিয়ে অবিলম্বে কওমি আলেমদের প্রাণের দাবি মেনে নেয়ার অনুরোধ জানান। মুফতি ইলিয়াছের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন মুফতি সোয়াইব আহমেদ, মুফতি আহাম্মদ উল্যাহ, মাওলানা আবুল কাশেম, মাওলানা মাওলানা শিব্বির আহাম্মদ, মাওলানা সাইফ উদ্দিন কাছেমী, মাওলানা রহিম উল্যাহ কাছেমী, মাওলানা ইউসুফ কাছেমী, মাওলানা আফজালুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জালাল উদ্দিন ফারুক, মুফতি কাশেম, প্রবন্ধ ও প্রস্তাবনা পাঠ করেন মাওলানা ওমর ফারুক প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।