Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীতে নাইজেরিয়ান নাগরিক আটক

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ফেনী জেলা সংবাদদাতা : ফেনীর পরশুরাম সীমান্ত এলাকায় থেকে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবির সদস্যরা। গতকাল বুধবার ভোরে তাকে উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় বাংলাদেশ-ভারত সিমান্তের পরশুরাম থেকে নাইজেরিয়ান নাগরিক ওবাউননি আইডু আবুদিনে (২৮)কে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে মেয়াদ উত্তীর্ণ ভারতীয় ভিসা, একটি পাসপোর্ট, ভারতীয় ৪৫ হাজার ২২২ রুপি, একটি ল্যাপটপ, ৩টি মোবাইল সেট, ভারতীয় তিনটি সিম ও ১১৪ পিস বিভিন্ন রকমের টেবলেটসহ ২৫টি আইটেমের বস্তু উদ্ধার করা হয়েছে। পরে তাকে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত নাইজেরিয়ান প্রাথমিক জবানবন্দিতে জানান, গত ১৪ ফেব্রুয়ারি ভারতের মুম্বাই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য ভারতে আসেন তিনি। ভিসার মেয়াদ কম থাকায় তিনি দিল্লি হয়ে ত্রিপুরার রাজধানী আগরতলায় আসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেনীতে নাইজেরিয়ান নাগরিক আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ