বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর প্রধান প্রধান সড়কের দু’পাশে ময়লা-আবর্জনার ডাস্টবিন সরিয়ে নেয়ার ঘোষণা দিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, সড়কে যত্রতত্র ময়লা স্তুপ দৃষ্টিকটু ও পরিবেশের পাশাপাশি নগরীর সৌন্দর্যহানি হচ্ছে। আমাদের এই প্রিয় নগরীকে ক্লিন ও গ্রিন সিটি গড়তে ইতোমধ্যে ১৩৫০টি ডাস্টবিনের মধ্যে ৬০০টি অপসারণ করা হয়েছে। অবশিষ্ট ৭৫০টি আগামী এক মাসের মধ্যে সড়ক থেকে সরিয়ে নেয়া হবে।
গতকাল (বৃহস্পতিবার) সিটি কর্পোরেশন কনফারেন্স হলে জাইকা সাহায্যপুষ্ট সিটি গভর্নেন্স প্রকল্পের অধীনে গঠিত সিভিল সোসাইটি কো-অডিনেশন কমিটির সভায় সভাপতির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। সভায় চসিক প্যানেল মেয়র, কাউন্সিলর, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব মোহাম্মদ আবুল হোসেনসহ সিভিল সোসাইটি কো-অডিনেশন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।