Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

আবাসিক হোস্টেলের পাশে ডাস্টবিন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৫ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আবাসিক হোস্টেলের ভবনের পাশে ডাস্টবিন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। স্যার এ এফ রহমান হলের বর্ধিতাংশ শাহনেওয়াজ ভবনে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা থাকেন। ভবনের উত্তর পাশে গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে ডাস্টবিন নির্মাণ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে নিউ মার্কেটের পিছনে অবস্থিত ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা শাহনেওয়াজ ভবনের পাশে নির্মাণ না করে অন্য কোনো সুবিধাজনক স্থানে ডাস্টবিন নির্মাণের দাবি জানান। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা বলেন, এই ডাস্টবিন নির্মাণে যে পরিমাণ দুর্গন্ধ ছড়াবে তাতে শিক্ষার্থীদের হলে থাকা দুষ্কর হয়ে পড়বে। এছাড়া ডাস্টবিনের দুর্গন্ধের কারণে আশেপাশের পরিবেশের উপর তা মারাত্মক প্রভাব ফেলবে। এতে একদিকে যেমন স্বাস্থ্য ঝুঁকি বাড়বে, অন্যদিকে এর পাশ দিয়ে ওয়ান ওয়ে রোড হওয়ায় তীব্র যানযট সৃষ্টি করবে।

আযোজকদের অন্যতম শিক্ষার্থী আব্দুল্লাহ আল কাফী বলেন, সিটি করপোরেশন ভবনের পাশে যে ডাস্টবিন নির্মাণ করছেন তা শিক্ষার্থীদের জন্য দুর্ভোগ সৃষ্টি করবে। আমরা এ ডাস্টবিনের বিরুদ্ধে না তবে তা হলের পাশে স্থাপন না করে তারা যেন অন্য কোন যায়গায় স্থাপন করেন। এ বিষয়ে আমরা হলের প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত কওের সমস্যার সমাধান হয়নি।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘আমাদের হলের পাশে ডাস্টবিন মানি না’, ‘নগরের উন্নয়ন ছাত্রবাস আজ বর্জ্য ভবন’, ‘ডস্টিবিন চাই না এমন নয় সেটা হতে পারে অন্য জায়গায়’, ‘নগর পিতার প্রতি আহবান ডাস্টবিনের প্রতিস্থাপন’, ‘হলে পাশে ডাস্টবিন কে তুমি বিবেকহীন?’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এসময় শিক্ষার্থীরা তারা ডাস্টবিন নির্মাণের প্রতিবাদে বিভিন্ন ধরনের রোড পেইন্টিং করেন।
আবাসিক ভবন থেকে মাত্র ১০ ফিট দূরে হওয়ায় মারাত্মক স্বাস্থ্য ঝুকির আশংঙ্কা করছেন শিক্ষার্থীরা। শাহনেওয়াজ ভবনের উত্তরে ও আজিমপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এই ডাস্টবিন স্থাপন করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাস্টবিন

১৯ আগস্ট, ২০২২
৫ জুলাই, ২০২২
১২ ফেব্রুয়ারি, ২০২১
৪ ডিসেম্বর, ২০২০
২৭ নভেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ