পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : ভারতে ৫০০ এবং এক হাজার টাকার নোট অচল ঘোষিত হয়েছে এক সপ্তাহ আগে। নরেন্দ্র মোদি বলেছিলেন, কালো টাকা এবং জাল ভারতীয় নোট উদ্ধার করতেই এ সিদ্ধান্ত। প্রতিদিনই ব্যাংক আর এটিএম বুথের সামনে পড়ছে লম্বা লাইনÑ কেউ নোট বদল করবেন, কেউ নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলবেন, এ নিয়ে চলছে হাহাকার।
অন্য দিকে, জমিয়ে রাখা অচল নোট নিয়ে কী করবেন, সেটা ভেবে না পেয়ে অনেকেই সেগুলো নষ্ট করে ফেলছেন অভিনব উপায়ে। কোথাও বস্তাভর্তি অচল নোট নদীতে বা ডাস্টবিনে ফেলে দেয়া হচ্ছে, কোথাও পুড়িয়ে ফেলা হচ্ছে।
উত্তর প্রদেশের বেরিলি থেকে যেমন খবর পাওয়া গেছে বস্তাভর্তি অচল নোট পুড়িয়ে ফেলার, তেমনই ওই রাজ্যেরই মির্জাপুরে গঙ্গা নদীতে গোসল করতে গিয়ে অনেকে আবিষ্কার করেছেন প্রচুর অচল নোট ভেসে যাচ্ছে।
মির্জাপুরের পুলিশ বলছে, নদীতে গোসলের সময় প্রথমে কেউ কেউ ওগুলোকে মাছ ভেবেছিলেন, তারপরে তাদের মনে হয় শ্যাওলা। কিন্তু কাছে আসতে দেখা যায় অচল ৫০০ আর এক হাজার টাকার নোট ওগুলো। যতগুলো সম্ভব উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।
ভারতের কয়েকটি সংবাদমাধ্যম একটু মজা করে লিখেছে, কেউ হয়তো পাপ স্খলনের জন্য গঙ্গায় নোটগুলো ভাসিয়ে দিয়েছে। হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন, গঙ্গায় স্নান করলে পাপস্খলন হয়।
আবার কলকাতায় দিন কয়েক আগে ডাস্টবিন থেকে পাওয়া গেছে দুই বস্তা অচল নোট।
যাদবপুর থানার পুলিশ বলছে, গল্ফ গার্ডেন এলাকা থেকে তারা খবর পেয়েছিল, একটি ডাস্টবিনে ছেঁড়া নোট পড়ে রয়েছে প্রচুর। সেখানে গিয়ে দুই বস্তা নোট উদ্ধার করা গেছে, সব নোটই কাঁচি দিয়ে কাটা বলে মনে হচ্ছে। এক ব্যক্তি ময়লা থেকে কাগজ কুড়াতে গিয়ে ওই নোটগুলো খুঁজে পেয়েছিলেন। মহারাষ্ট্রেও ডাস্টবিন থেকে এক কাগজ কুড়ানি প্রায় ৫০ হাজার অচল নোট পেয়েছেন বলে জানা গেছে। সূত্র : বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।