Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু

চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পানিতে ডুবে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার এলাহাবাদ ইউনিয়নে মোহাম্মদপুর সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. রহুল আমিন সরকার (৪২) এবং তার ৫ বছরের মেয়ে তাহমিনা আক্তার।

প্রত্যক্ষদর্শীরা জানান, রহুল আমিন বাক প্রতিবন্ধী ও মৃগী রোগী ছিলেন। গতকাল মঙ্গলবার সকালে মেয়েকে পুকুরে গোসল করানো অবস্থায় তিনি মৃগী রোগে আক্রান্ত হন। এ সময় সে পানিতে তলিয়ে যায় এবং তার কোলে থাকা ৫ বছরের মেয়ে তাহমিনা আক্তারও ডুবে মারা যায়। পরে স্থানীয়রা তাদের মৃত অবস্থায় পুকুর থেকে উত্তোলন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ