বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর কারওয়ান বাজারে বাসের চাপায় এবার রানা হাওলাদার (২১) নামে একই বাসের এক হেলপার নিহত হয়েছেন। গত রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। রানা স্বাধীন পরিবহনের একটি বাসের হেলপার ছিলেন। তিনি ভোলার বোরহানউদ্দিন এলাকার কাউসার হাওলাদারের ছেলে। মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় থাকতেন রানা।
নিহতের ভাই জাকির হাওলাদার জানান, রানা দীর্ঘদিন ধরে বাসের হেলপার হিসেবে কাজ করছে। রোববার রাত ৯টার দিকে তাদের বাসটি মিরপুর থেকে মাওয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কারওয়ান বাজার ওয়াসা ভবনের সামনে পৌঁছালে রানা যাত্রী তোলার জন্য চালককে থামাতে বলে এবং সে বাস থেকে নিচে নামার চেষ্টা করে। কিন্তু বাসটি না থেমে তখনো চলতে থাকলে রানা বাসের নিচে চাপা পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যায় রানা। তেজগাঁও থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, চালক গাড়ি না থামাতেই হেলপার নিচে নামতে গেলে বাসের নিচে চাপা পড়ে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।