Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ৫:৫৪ পিএম | আপডেট : ৬:১৩ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০১৮

এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন।
আবু ধাবিতে অনুষ্ঠেয় এই ম্যাচে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন। এই সুযোগে টাইগার ওয়ানডে দলে অভিষেক হচ্ছে পেসার আবু হায়দার রনি ও ওপেনার নাজমুল হোসেন শান্তর। প্রায় সাড়ে তিন বছর পর রঙিন পোষাকে ফিরেছেন মুমিনুল হক। পাজরের ইনজুরিতে ভোগা মুশফিকুর রহিমকে রাখা হয়েছে বিশ্রামে। তার জায়গায় খেলছেন মুমিনুল।
বাকি যে দুজনের জায়গার দুই তরণের অভিষেক হচ্ছে তারাও দলের ম্যাচ অন্যতম উইনার। কব্জির চোঁটে ছয় সপ্তাহ ছিটকে যাওয়া তামিম ইকবালের না থাকাটা আগে থেকেই নিশ্চত ছিল। আর পেসার মুস্তাফিজুর রহমানকে দেয়া হয়েছে বিশ্রাম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ