Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ইরান থেকে তেল আমদানি বন্ধ করল শ্রীলংকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ৫:১১ পিএম

ইরান থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ করে দিয়েছে শ্রীলংকা। দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের হুমকির মুখে ভারতসহ দক্ষিণ এশিয়ার অনেক দেশ ইরান থেকে তেল আমদানি কমিয়ে দিয়েছে।
আরব আমিরাতের ফুজাইরাহ সফররত শ্রীলংকার পেট্রোলিয়াম সম্পদ মন্ত্রী অর্জুনা রানাতুঙ্গা বলেন, নিষেধাজ্ঞা ঘোষিত হওয়ার পরপরই আমরা তেল আমদানি বন্ধ করে দেই। আমরা সরাসরি ইরান থেকে তেল কিনছি না। আমরা সিঙ্গাপুর, দুবাই ও ফুজাইরা থেকে কিনছি।
আগামী কয়েক মাসের মধ্যে দুই সরকারের মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষরের চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলংকার তেলের চাহিদা কিছুটা কম। দেশটি ইরান থেকে দৈনিক ৫০,০০০ ব্যারেল তেল আমদানি করতো। শুধু লাইট ক্রুড পরিশোধনে সক্ষম দেশের একমাত্র রিফাইনারিতে ইরানি তেল শোধন করা হতো। সূত্রঃ রেডিও তেহরান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ